Future, News

বাড়তি যা নিয়ে আসছে গ্যালাক্সি এস৯ প্লাস

সদ্যঘোষিত স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস অবমুক্ত হবে চলতি মার্চ মাসে। বাংলাদেশে আগাম ফরমায়েশ উন্মুক্ত হতে পারে এই মাসেই। কিন্তু এই দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পার্থক্য কতটুকু! এস৯ থেকে প্রায় বিশ শতাংশ বেশী মূল্যমানে বাজারে আসবে এস৯ প্লাস। কিন্তু আসলেই কতটুকু অগ্রসর এস৯ প্লাস..

এস৯ প্লাস আসবে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে। এস৯ থেকে তা বৃহৎ হলেও মনে রাখা প্রয়োজন উভয় ফোনেরই রেজ্যলুশন ২৯৬০ * ১৪৪০। ফলে এস৯ প্লাসের বৃহৎ পর্দায় এস৯ থেকে স্বল্প পিপিআই(পিক্সেল পার ইঞ্চ) থাকবে।

এস৯ প্লাসের মূল ক্যামেরায় যুক্ত হচ্ছে একটি অতিরিক্ত টেলিফটো লেন্স। ক্রিকেট খেলায় সাংবাদিকেরা সীমানার বাইরে যে বৃহৎ লেন্সবিশিষ্ট ক্যামেরা নিয়ে খেলার দৃশ্য ধারণ করেন তা আসলে টেলিফটো লেন্স। তবে অতো শক্তিশালী না হলেও, এস৯ প্লাসের টেলিফটো লেন্স ছবিতে “ডেপথ অব ফিল্ডের” অবতারণা করতে সক্ষম হবে দারুণভাবে। এস৯ ব্যব‌হারকারীরা কিন্তু এই বেশিষ্ট্য থেকে নিশ্চিতভাবেই বঞ্চিত হবে।

এছাড়াও এস৯ প্লাসে থাকছে ৬ গিগাবাইট র‌্যাম ও ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী, এস৯ এর ক্ষেত্রে যা যথাক্রমে ৪ গিগাবাইট ও ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

কাজেই, এস৯ প্লাস আসলে যেখানে এগিয়ে থাকবে এস৯ থেকে তা সম্ভবত ক্যামেরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *